ইসরাইলকে আরো দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। গতকাল বৃহস্পতিবার রাতে ইসরাইলি সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর করে রেডক্রস।
টাইমস অব ইসরাইল বলছে, বৃহস্পতিবার হামাস ইসরাইলের কাছে যে দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন আমিরাম কুপার (৮৪) ও সাহার বারুখ (২৫)। লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় খুন হন। আইডিএফ তার মৃত্যুর বিষয়টি ২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
অন্যদিকে বারুখকেও হামাস সন্ত্রাসীরা একই দিনে কিবুত্স বেয়েরি থেকে অপহরণ করেছিল। আইডিএফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক ব্যর্থ উদ্ধার অভিযানে তিনি নিহত হন।
আইডিএফ জানিয়েছে, তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি সম্পর্কে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পরীক্ষার পর।