মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবে না। এর কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন তিনি। খবর আল জাজিরার।
সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে যোগ দেবেন। তবে এবার তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিই সেখানে যাবে না।
নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘দক্ষিণ আফ্রিকায় জি২০ অনুষ্ঠিত হওয়া একেবারে লজ্জাজনক। যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে যাবেন না।’
তিনি দাবি করেন, আফ্রিকানরা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম ইউরোপীয় বসতির বংশধর। তারা ‘হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, আর তাদের জমি ও খামার দখল করা হচ্ছে।’
ট্রাম্প বলেন, তিনি ২০২৬ সালের জি২০ সম্মেলন যুক্তরাষ্ট্রে আয়োজনে আগ্রহী। ওই সম্মেলন হবে মিয়ামি শহরে তার মালিকানাধীন গলফ রিসোর্টে।
হোয়াইট হাউজে ফেরার পর থেকেই ট্রাম্প নানা বিষয়ে দক্ষিণ আফ্রিকার কঠোরভাবে সমালোচনা করছেন। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দেশটিতে শ্বেতাঙ্গ হত্যাকাণ্ডের অভিযোগটি।
তবে, দক্ষিণ আফ্রিকার সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
ট্রাম্প সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা সাহারা উপাঞ্চলীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
আরএ