ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদকে কাঠামোগতভাবে পুরনো ও পক্ষাঘাতগ্রস্ত বলে অভিহিত করেছেন তিনি। মহাসচিব বলেন, ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
২০২৫ সালের জাতিসংঘের রেহাম আল-ফাররা ফেলোশিপ অধিবেশনে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব। তিনি তরুণ সাংবাদিকদের সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব সংঘাত, জলবায়ু, ক্রমবর্ধমান বৈষম্য এবং অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় মোকাবিলা করছে।
জাতিসংঘের প্রধান বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তিনি হাল ছাড়বেন না। জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ হওয়াই যথেষ্ট নয়। বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য, এবং চূড়ান্ত ফলাফল হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান... ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি থাকবে না।’
তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদ যদি এই ধরনের অগ্রগতি অর্জন করতে না পারে, তবুও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ থেকে দূরে সরে গেলে তিনি ‘চুপ থাকবেন না’।
তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞ, সুদান, মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এর তীব্র সমালোচনা করেন।
আরএ