হোম > বিশ্ব

ইসরাইলে হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ, কী আছে তাতে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর চালানো হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। পাশাপাশি ইসরাইলের বেসামরিক নাগরিকদের হত্যা বা নৃশংসতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। ওই হামলা নিয়ে শুক্রবার ৪২ পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেছে তারা।

ওই নথিতে ৭ অক্টোবরের ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সেইসঙ্গে গাজায় ইসরাইলের গণহত্যা এবং উপত্যকায় পরবর্তী কী ঘটতে পারে সে বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

দুই বছরেরও বেশি সময় আগে দক্ষিণ ইসরাইলে হামাস এবং অন্যান্য গোষ্ঠীগুলো আকস্মিক আক্রমণ চালায়। এতে প্রায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছিল। এছাড়া ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

নতুন নথিতে হামাস বলেছে, ‘পশ্চিমা গণমাধ্যম এবং ইহুদিবাদী লবি গোষ্ঠীগুলো হামলার ঘটনা সম্পর্কে একটি বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে।’

এতে বলা হয়, ‘ইসরাইল শিশু হত্যা এবং নারী ধর্ষণ সম্পর্কে একাধিক মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এতে গাজার অস্তিত্ব মুছে ফেলার লক্ষ্যে একটি সর্বাত্মক গণহত্যা প্রকল্পকে এগিয়ে নেয়ার পথ প্রশস্ত হয়েছি।’

হামাস জানায়, হামলার পরের দিনগুলোতে তারা বেসামরিক বন্দিদের মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইসরাইল প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরে ২০২৩ সালের নভেম্বরে, একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় প্রায় ১০০ জিম্মিকে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে মুক্তি দেয়া হয়েছিল।

হামাস জানায়, ‘বেসামরিক নাগরিকদের হত্যা করা তাদের ধর্ম, নৈতিকতা এবং শিক্ষা বিরোধী; এবং আমরা তা এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করি।’

এতে বলা হয়, ‘হামাস কোনো হাসপাতাল, স্কুল বা উপাসনালয়কে লক্ষ্য করে হামলা করেনি; কোনো সাংবাদিক বা অ্যাম্বুলেন্স কর্মীকে হত্যা করেনি। আমরা ইসরাইলকে তাদের দাবি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি।’

হামাস ৭ অক্টোবরের হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে অপরাধ করেছে, সেগুলোরও তদন্ত চাইছে।

নথিতে ৭ অক্টোবরের হামলার পেছনে তাদের উদ্দেশ্যও তুলে ধরা হয়েছে। এতে ফিলিস্তিনি ভূমিতে ৭৭ বছরের ইসরাইলি দখলদারিত্ব, গাজা উপত্যকায় ১৭ বছরের অবরোধ, ইসরাইলের বারবার অসলো চুক্তি লঙ্ঘন, ডানপন্থি চরমপন্থার উত্থান, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের লঙ্ঘনের সমাধানে ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে।

হামাস জানায়, তারা বারবার সতর্ক করে দিয়েছিল যে আগ্রাসন এবং অবরোধ অব্যাহত থাকলে এই বিস্ফোরণ অনিবার্য।

গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরাইল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

নথির উপসংহারে বলা হয়, হামাস ফিলিস্তিনি জাতীয় কাঠামোর সঙ্গে যুক্ত এবং একে আলাদা করা সম্ভব নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরএ

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে শিখ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

রুশ হামলায় কিয়েভে ১০ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু

নুসানতারা: ইন্দোনেশিয়ার ১০ মিনিটের শহর

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

সোমালিল্যান্ডের স্বীকৃতি অবৈধ-উস্কানিমূলক: পাকিস্তান

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ

কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের

তুষারে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়