হোম > বিশ্ব

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০ শতাংশ স্থানেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতে পার্লামেন্ট লোকসভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এছাড়া ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ৯৩ শতাংশেরও বেশি স্থানে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ রোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি। খবর এনডিটিভির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২১৩৫.১৩৬ কিলোমিটার জুড়ে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে, যা মোট ২,২৮৯.৬৬ কিলোমিটার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের ৯৩.২৫ শতাংশ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদের নিম্নকক্ষে লিখিত জবাবে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে যে, বাকি ১৫৪.৫২৪ কিলোমিটার বা ৬.৭৫ শতাংশ ভারত-পাকিস্তান সীমান্তে এখনও বেড়া নির্মাণ করা হয়নি।

বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৮০ শতাংশ এলাকাজুড়ে কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দিল্লির দাবি, অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের শত শত কিলোমিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন রয়েছে বলে সংসদে দেয়া সরকারি তথ্যে উঠে এসেছে। এর পাশাপাশি পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এলাকায়ও কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারত।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মোট ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটারের মধ্যে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো সম্পন্ন হয়েছে। যা মোট সীমান্তের ৯৩ দশমিক ২৫ শতাংশ। বাকি ১৫৪ দশমিক ৫২৪ কিলোমিটার, অর্থাৎ ৬ দশমিক ৭৫ শতাংশ এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি।

একইভাবে ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার স্থাপন করা হয়েছে। এতে মোট সীমান্তের ৭৯ দশমিক ০৮ শতাংশ এলাকা কাঁটাতারে কভার করা সম্ভব হয়েছে। এখনো ৮৫৬ দশমিক ৭৭৮ কিলোমিটার, অর্থাৎ ২০ দশমিক ৯২ শতাংশ সীমান্ত কাঁটাতারবিহীন রয়েছে।

এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তেও অগ্রগতির কথা জানিয়েছে দেশটির সরকার। মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের মধ্যে এখন পর্যন্ত ৯ দশমিক ২১৪ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো হয়েছে। সরকার জানিয়েছে, অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে কাঁটাতার স্থাপন তাদের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য জগদীশ চন্দ্র বার্মা বসুনিয়া ও শর্মিলা সরকার কাঁটাতারবিহীন সীমান্তের দৈর্ঘ্য ও শতকরা হার জানতে চাইলে ওই প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন নিত্যানন্দ রাই।

আরএ

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা

গাজায় নিজেদের ত্রাণসামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন

২০২৫ সালে বিশ্বে কয়লার ব্যবহার ছুঁতে পারে নতুন রেকর্ড: আইইএ

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

গাজা ফেরত আরো এক ইসরাইলি সেনার আত্মহত্যা

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

কানাডার প্রতিনিধিদলকে পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা