ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে
ট্রাম্প-পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর শুল্ক আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ফলাফলের ওপর শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নির্ভর করবে। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্তি শুল্ক আরোপ করেছি। যদি পরিস্থিতি ঠিক না হয়, তাহলে নিষেধাজ্ঞা বা শুল্ক আরো বাড়তে পারে।’
চলতি আগস্ট মাসের শুরুতে, রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ দ্বিগুণ করেন ট্রাম্প। দ্বিগুণ করায় এখন ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার চেষ্টা করছে। মস্কো শান্তি চুক্তিতে রাজি না হলে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ইউক্রেনের যুদ্ধ কীভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প এবং পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠক করতে যাচ্ছেন।
এরআগে মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে ভারতকে অবাধ্য হিসেবে বর্ণনা করেন বেসেন্ট।
ট্রাম্প জানিয়েছেন, মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিশ্ব বাণিজ্যকে আরো ন্যায্য করার পরিকল্পনার অংশ হিসেবেই শুল্ক আরোপ করা হয়েছে। তিনি বারবার ভারতকে শুল্ক অপব্যবহারকারী বলে অভিহিত করেছেন।
দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা বেশ কয়েক মাস ধরেই চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক কমাতে ভারতের অস্বীকৃতি আলোচনার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরএ