হোম > বিশ্ব

গাজা থেকে রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিরা

আমার দেশ অনলাইন

গত বৃহস্পতিবার সকালে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ১৫৩ জন ফিলিস্তিনিকে বহনকারী একটি চার্টার্ড বিমান জোহানেসবার্গের কাছে অবতরণ করার পর দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিপাকে পড়েন। যাত্রীদের কাছে প্রয়োজনীয় এক্সিট স্ট্যাম্প বা ভ্রমণ নথি ছিল না, এবং তারা দক্ষিণ আফ্রিকায় কোথায় বা কতদিন থাকবেন সে বিষয়ে উত্তর দিতে পারেননি। প্রায় ১২ ঘণ্টার অস্থিরতার পর দাতব্য সংস্থা গিফট অফ দ্য গিভার্স তাদের আশ্রয়ের প্রস্তাব দিলে যাত্রীদের নেমে যেতে অনুমতি দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাটিকে "রহস্যজনক" আখ্যা দিয়ে বলেন, মনে হচ্ছে "তাদের গাজা থেকে বের করে দেওয়া হচ্ছে"। গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বিতর্কিত এই স্থানান্তরের পেছনে রয়েছে আল-মাজদ ইউরোপ নামের একটি গোষ্ঠী, যাদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করার অভিযোগ উঠেছে। গাজা থেকে পালিয়ে আসা যাত্রীরা জানিয়েছেন, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগ সম্পর্কে জানতে পারেন।

সংস্থাটির ওয়েবসাইটে কোনও স্পষ্ট ঠিকানা বা ফোন নম্বর নেই। শুধু অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহের একটি অবস্থান উল্লেখ থাকলেও সেখানে কোনো অফিস পাওয়া যায়নি।

ওয়েবসাইট ডোমেইনটি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নিবন্ধিত হয়, এবং তালিকাভুক্ত ইমেল ঠিকানাটি কার্যকর নয়।

অনেককে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল — যা সন্দেহ বাড়িয়েছে।

ওয়েবসাইটে থাকা “ইমপ্যাক্ট স্টোরিজ”–এর বেশ কিছু পোস্ট সন্দেহজনক বলে প্রমাণ মিলেছে। একটি পোস্টে “মোনা” নামে এক সিরীয় নারীর গল্প দেওয়া হলেও সেখানে ব্যবহৃত ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির, যিনি লেবাননের ত্রিপোলিতে ২০২৪ সালে একজন সাংবাদিকের তোলা ছবির মানুষ।

গাজা থেকে মানুষ সরিয়ে নেওয়ার জন্য সাইটে একটি ফর্ম রয়েছে, যেখানে লেখা:“আপনি কি নতুন জীবন শুরু করতে চান? আমরা সাহায্য করতে এখানে আছি!”

গাজা থেকে যাত্রীরা প্রত্যেকে ১,৪০০–২,০০০ ডলার পরিশোধ করেছেন — শিশুদের জন্যও প্রাপ্তবয়স্কদের মতোই মূল্য। তাদের ছোট ব্যাগ, মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ সাথে নিতে বলা হয়। পরে রাফাহ থেকে বাসে করে কারেম আবু সালেম (কেরেম শালোম) সীমান্তে নেওয়া হয়, যেখানে ইসরাইলি কর্তৃপক্ষ তাদের পরীক্ষা করে কিন্তু ভ্রমণ নথিতে কোনো স্ট্যাম্প দেয়নি।

এরপর তাদের র‍্যামন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং রোমানিয়ার একটি বিমানে করে কেনিয়ার নাইরোবি হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া হয়।

আল-মাজদ ওয়েবসাইট দাবি করেছে, ইন্দোনেশিয়ায় এর আগে আরেকটি দল পাঠানো হয়েছিল। তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

দাতব্য সংস্থা গিফট অফ দ্য গিভার্স জানিয়েছে, এটি দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো দ্বিতীয় বিমান, যদিও প্রথমটির বিষয়ে সরকার কোনও ঘোষণা দেয়নি।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাস বলেছে, একটি অনিবন্ধিত ও বিভ্রান্তিকর সংস্থা গাজায় মানবিক বিপর্যয়ের সুযোগ নিয়ে পরিবারগুলিকে প্রতারণা করেছে এবং দায়িত্বজ্ঞানহীনভাবে তাদের ভ্রমণের ব্যবস্থা করেছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু নেটওয়ার্ক ইসরাইলি স্বার্থে গাজার মানুষদের বাড়িঘর ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে।

সূত্র: আল-জাজিরা

গাজার দায়িত্ব নিতে প্রস্তুত তুরস্ক: হাকান ফিদান

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন

কঙ্গোতে তামা-কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও শত শত নব্য-নাৎসি পলাতক জার্মানে

সৌদি যুবরাজ হোয়াইট হাউস সফরে ট্রাম্পের কাছে কি চাইবেন?

আমেরিকানদের কাছে ‘দ্বিতীয় বাড়ি’ সৌদি আরব

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

বিহারের বিধানসভায় ১৯৯০ সালের পর সবচেয়ে কম মুসলিম

গাজায় বন্যা দুর্ভোগের মধ্যেও ইসরাইলি হামলা অব্যাহত