হোম > বিশ্ব

ভারতের বিরুদ্ধে আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই সম্প্রতি আরোপিত শুল্কের জেরে বিদেশি বাজারে দেশটির রপ্তানি ৪০ শতাংশেরও নিচে নেমে এসেছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, রাশিয়ান তেল ক্রয় সীমিত করবেন বলে তাকে জানিয়েছেন মোদি। তবে, তার কথা না মানলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে ভারত। ভারতের এমন অবস্থান সম্পর্কে প্রশ্নের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, কিন্তু যদি তারা এমনটি বলতে চায়, তাহলে তারা কেবল বিশাল শুল্ক আরোপ পেতে থাকবে এবং তারা তা করতে চায় না।

এর আগে ট্রাম্প প্রশাসন টেক্সটাইল, ওষুধ শিল্পসহ বিভিন্ন ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে এই উচ্চ শুল্ক বহাল থাকবে, এমনকি আরো বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করে এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা। তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই বাণিজ্যিক সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মতে, ভারতের তেল কেনার কারণেই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের প্রতীক বুলডোজার

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক