ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট
হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী লাখো মানুষের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন স্থানে ‘নো কিংস’ নামের এই আন্দোলনে জড়ো হয় লাখো মানুষ। খবর বিবিসির।

শনিবার সকালে নিউইয়র্ক সিটির আইকনিক টাইমস স্কয়ারে বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থল হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টাইমস স্কয়ারের এক পুলিশ সদস্যের হিসাবে, অন্তত ২০ হাজার মানুষ সেভেন্থ অ্যাভিনিউতে মিছিল করেছে।

‘রাজতন্ত্র নয় গণতন্ত্র’ এবং ‘সংবিধান ঐচ্ছিক নয়’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বিক্ষোভকারীরা।

আয়োজকরা জানিয়েছেন, সারাদিনের সব কর্মসূচিই ছিল শান্তিপূর্ণ। ‘নো কিংস’ বিক্ষোভের মূল নীতি লক্ষ্য হলো অহিংসা। বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানান তারা।

সমাবেশস্থলে আকাশে উড়ছিল হেলিকপ্টার ও ড্রোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, শহরের পাঁচটি বরোতেই শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন এক লাখের বেশি মানুষ। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন, এসব প্রতিবাদ-বিক্ষোভে বামপন্থি ‘অ্যান্টিফা’ যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে “হেইট আমেরিকা র‍্যালি” বলেও আখ্যা দেন।

আরএ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের প্রতীক বুলডোজার

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক