হোম > বিশ্ব

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। পাশাপাশি জোর দিয়ে বলেছেন, তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অটল রয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের সঙ্গে তেহরানের সহযোগিতা কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন গ্রোসি। তবে নিশ্চিত করেছেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার পর তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়।

গ্রোসি বলেন যে, ‘আমরা আবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি এবং ইরানে পরিদর্শন করছি। যদিও সব স্থানে নয়, যেখানে আমাদের করা উচিত। ধীরে ধীরে আমরা ফিরছি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে, সেখানে এখনো পরিদর্শন করা হয়নি। সেসব বিষয়ে আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি।’

আইএইএ প্রধান পর্যবেক্ষণের বাস্তব চ্যালেঞ্জগুলো কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা পাওয়ায় নিরাপত্তার কারণে ইরান থেকে পরিদর্শকদের প্রত্যাহার করা হয়েছিল। তারপর থেকে তিনি পরিদর্শন কাঠামো পুনর্নির্মাণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।

ইরান বার বার জোর দিয়ে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়।

আরএ

তাজ স্টোরি: ভারতের মুসলিম ইতিহাস মুছে ফেলার রাজনীতি

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া

প্রথম বৈঠক ব্যর্থ, আবারো আলোচনায় পাক আফগান প্রতিনিধিদল

ভারতে মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

কেন বারবার ইসরাইলি আক্রমণের শিকার জলপাই গাছ

৭ অক্টোবরের ঘটনার জন্য ইসরাইলের দখলদারিত্বই বেশি দায়ী

ট্রাম্প–শি বৈঠক: আলোচনায় প্রাধান্য পেলো যে বিষয়গুলো

আসামে ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত’, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প