ছবি: সংগৃহীত
হোম > বিশ্ব

অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর যুক্তরাষ্ট্র, গ্রেপ্তার প্রায় ৫ লাখ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় শুরু হয় বৈধ কাগজপত্র বিহীন অভিবাসীদের ধরপাকড়। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, জানুয়ারি থেকে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে নোয়েম জানান, জানুয়ারি থেকে স্বরাষ্ট্র বিভাগ চার লাখ ৮০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা সেই ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

তিনি আরো বলেন, ‘দেশকে আরো নিরাপদ করে তোলা হচ্ছে, যাতে পরিবারগুলো উন্নতি করতে পারে এবং তারা সমৃদ্ধ হতে পারে। তারা যেন সেই ধরণের স্বাধীনতা উপভোগ করতে পারে যার জন্য এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল।’

গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নেয়ার পর ২০ জানুয়ারি থেকে ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। মোট অভিবাসীর মধ্যে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এবং ২৫০ দিনেরও কম সময়ে চার লাখের বেশি অবৈধ অভিবাসীকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।

সোমবার ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকলাপের প্রশংসা করেন।

আরএ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের প্রতীক বুলডোজার

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক