পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হওয়ার পর পাকিস্তান তালেবান (টিটিপি) নিজেদের দায় স্বীকার করেছে। হামলাটি বিচারিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে দলটি বলেছে, “আমাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার কমিশনের ওপর হামলা চালিয়েছেন। পাকিস্তানের অন ইসলামী আইন অনুযায়ী রায় প্রদান করা বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছে।”
পাকিস্তান তালেবান আরও হুমকি দিয়েছে যে তারা আরও হামলা চালাবে “যতক্ষণ না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরিয়াহ আইন কার্যকর করা হচ্ছে।”
এএফপি/এসআর