হোম > বিশ্ব

দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতে এক হাজার ‘বাংলাদেশি’ আটক

স্টাফ রিপোর্টার

কাশ্মীর ইস্যুতে দিল্লি ও ইসলামাবাদ উত্তেজনার মধ্যে এক হাজার কথিত বাংলাদেশিকে আটক করেছে ভারতের পুলিশ। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি।

গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের এই মন্ত্রী।

ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজার বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাত পুলিশ। রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয়েছে। এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথি নিয়ে এখানে বাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ভারতীয় চালে শুল্কারোপের চিন্তা ট্রাম্পের

১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল যে দেশ

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

যুক্তরাষ্ট্রে এক বছরে ৮৫ হাজার ভিসা বাতিল, নেপথ্যে কী

সুদানের সেই মিলিশিয়া নেতার ২০ বছর কারাদণ্ড

সকালের পর ফের ভূমিকম্প মিয়ানমারে

সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরাইল

হজে ছবি তোলা নিষিদ্ধের বিষয়ে যা জানা গেল

জাকার্তায় ভবনে আগুন, নিহত ২০

বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক করতে বাজেট বাড়াল ইসরাইল