হোম > সারা দেশ > ঢাকা

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ হামলার সময় সন্ত্রাসীরা বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলদ গাছ কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী প্রবাসী হলেন মো. জহিরুল ইসলাম লিটন। এ ঘটনায় তার স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী জহিরুল ইসলাম বাড়ি নির্মাণের পর থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তরা হলেন— কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন ও হাসানসহ আরও ১০-১২ জন।

একপর্যায়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে জহিরুল ইসলাম হাসমত উল্লাহ ও আউয়ালকে ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপরও তারা বারবার চাঁদা দাবি করতে থাকে। সর্বশেষ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে প্রবাসীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে লাগানো সব ফলদ গাছ কেটে ফেলে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর দুর্বৃত্তদের

পোশাকশ্রমিক দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে, সরিষা ফুলে মুগ্ধ সবাই

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে: এবি পার্টি

সেন্টমার্টিনে জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল

সীমান্তে আইন অমান্য করে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা