হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতা জানে আলম সিকদারের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে নিহত উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদার (৪৮)-এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে সন্ধ্যার আগে তার লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়িতে নেওয়া হয়। লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জানে আলম সিকদারকে গুলি করে হত্যা করে। তিনি রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রাউজানে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে জানে আলম সিকদারের মৃত্যুর খবরে রাতেই উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

শিবগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর দুর্বৃত্তদের

পোশাকশ্রমিক দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে, সরিষা ফুলে মুগ্ধ সবাই

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে: এবি পার্টি

সেন্টমার্টিনে জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল

সীমান্তে আইন অমান্য করে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা