হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ,৭২ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল অফিস

বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫শ ৫৬ জন শ্রমিক-কর্মচারীকে একযোগে ছাঁটাই করার প্রতিবাদে নগরীর বগুড়া রোডে কারখানার সামনে রাস্তা অবরোধ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

রোববার সকাল থেকেই ছাঁটাই হওয়া শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানান, এতগুলো শ্রমিককে কোনো কারণ ছাড়া চাকরি থেকে ছাঁটাই করা হলো যা শ্রম আইনের পরিপন্থি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে পুরো কোম্পানি অচল করে দেয়া হবে।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, ছাঁটাই হওয়ার পর থেকেই তারা নগরীর বগুড়া রোড এলাকায় অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস কারখানার মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময় তারা তাদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল কর, শ্রমিক অধিকার নিশ্চিত কর এসব দাবিতে নানান স্লোগান দেন।

অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে বগুড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক শ্রমিক রাস্তার উপরেই অবস্থান নিয়ে নামাজ আদায়,খাওয়া-দাওয়া ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন আমার দেশকে বলেন, কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই পাঁচ শতাধিক শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও শ্রমিক-বিরোধী। তিনি বলেন, এক দিকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে অন্য দিকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

বিষয়টি নিয়ে তারা কলকারখানা পরিদর্শক ও শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মালিক পক্ষকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়েছেন তারা। উল্লেখিত সময়ের মধ্যে শ্রমিকদের কাজে যোগদানের সুযোগ করে না দিলে বিক্ষোভ মিছিল-সড়ক অবরোধ-কল কারখানায় তালাসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চরফ্যাশনে নারী উদ্যোক্তা অবরুদ্ধ, গ্রাহকদের অভিযোগ টাকা মেরে পালাচ্ছে

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

একশো আসনে পিআর হলে ভালো হয়: ব্যরিস্টার ফুয়াদ

জামায়াত পিআর থেকে উচ্চকক্ষের আলোচনায় ফিরে আসুক: হাসনাত

ভোলায় বিজেপির সঙ্গে সংঘর্ষ, বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

বিলুপ্তপ্রায় মৃৎশিল্পে ভাগ্যবদল

চুপ্পুর সার্টিফিকেট নেয়ার চেয়ে বিষ খাওয়া ভালো: হাসনাত

সাপের ছোবলে মারা গেলেন কৃষক

ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩০

আগামী সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন