হোম > সারা দেশ > বরিশাল

ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে বললেন: বিলকিস জাহান

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ।

ঝালকাঠিতে বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক মত বিনিময়সভায় এমনটি জানান তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন।

এসময় বিলকিস জাহান শিরিন সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় হাতে হাত ধরে উপস্থিত নেতৃবৃন্দ ফটোসেশন করেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি- ১ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির অ্যাডভোকেট সদস্য সচিব শাহাদাত হোসেন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির সভাপতি সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, বিএনপি জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণার পরেও জেলা বিএনপির নেতৃবৃন্দ সরাসরি প্রার্থীদের পক্ষে মাঠে নামেনি। তারা চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় ছিলেন। এছাড়া ঝালকাঠি- ২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনও দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

তবে এই মতবিনিময় সভায় ঝালকাঠি- ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজীসহ ঝালকাঠি-১ আসনের মনোনয়ন বঞ্চিত কেউ উপস্থিত ছিলেন না।

দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে, রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

বিএনপিতে স্বস্তি, টেক্কা দিতে চায় জামায়াত

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

সিলিন্ডার গ্যাসের সংকট, চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

৬ শতাংশ উৎকোচে ৩৬ কোটি টাকার কাজ ভাগবাঁটোয়ারা

শীতে কাঁপছে বরিশাল, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

বরিশালে প্রার্থীদের স্বর্ণের ভরির দাম দুই থেকে ১৪ হাজার টাকা

সন্ত্রাসী কিংবা অস্ত্রধারী কেউ ছাড় পাবে না: ডিআইজি বরিশাল রেঞ্জ

কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক