কুমিল্লা -৫ এর বিএনপি প্রার্থী জসিম উদ্দিন বলেছেন, আমি ধানের শীষের পাহারাদার, আপনারা সবাই এটার মালিক। তারেক রহমান এটা আমাকে দিয়েছে রক্ষক হিসেবে, বলেছে তুই এটা চাইয়া রাখিস, নাইলে এটা চুরি কইরা লইয়া যাইবো। তিনি বলেন, একটা দল কয় পূজা লইয়া বেহেশতে যাইবো, শুনছেন নি আপনারা এটা কোন একটা কথা হইলো!
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা ইউনিয়ন খলিফপাড়া এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান আমাকে ঈমানী দায়িত্ব নিয়ে ধানের শীষ দিয়েছে। এই ধানের শীষকে আপনারা দায়িত্ব নিয়ে বিজয়ী করতে হবে। তারেক রহমান অসহায় মায়েদের জন্য ফ্যামিলি কার্ড করেছে। তারা প্রত্যেকে তিন হাজার টাকা করে পাবে। এটা নিয়ে বাজারে যাবেন,কাপড় কিনবেন। ইচ্ছা করলে টাকা তুলে রাখতে ও পারবেন। কৃষক ভাইদের জন্য করা হয়েছে একটি কৃষি কার্ড।
তিনি আরো বলেন, তারেক রহমান হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সন্তান। তিনি যা বলেন তা করেন। সকাল বেলাই আপনারা ভোটকেন্দ্রে চলে যাবেন। আমাদের বোনদের মধ্যে যারা সাহসী তাদেরকে এজেন্ট দিবেন। যেন কেউ ভোট কারচুপি করতে না পারে । ভোট গণনা শেষে ফলাফল হাতে নিয়ে বাড়িতে যাবেন । আমি পাশ করলেও যাবো ফেল করলেও যাবেন। আমি আপনাদের পাশে সব সময় থাকবো।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, উর্মি আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।