হোম > সারা দেশ > চট্টগ্রাম

আল্লাহ আছে, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন হলে এক সমালোচিত বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দলীয় শোকজ নোটিশ পেয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে এবার তার বক্তব্যের আরো এক ভিডিও ভাইরাল হয়েছে।

১ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি আঞ্চলিক ভাষায় বলছেন, ‘আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন। আপনারা দোয়া করবেন।’

বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি যদি চোখের পানি ফেলি, লুলা (পঙ্গু) হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবার দেখিনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। আমাদের জামায়াতে ইসলামী বড় মজলুম, আমরা জামায়াতে ইসলামী স্বার্থপর নই। আমরা সম্পত্তি কামাতে আসিনি। আমি দুইবারের এমপি। কোনো দিন এক কড়া জমিও নিইনি। আমি কোনদিন একাউন্টে টাকা জমা করি নাই। আমার কোন একাউন্ট নেই। আমি নি:স্ব, নিরন্ন অসহায় মানুষের জন্য রাজনীতি করেছি।’

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চাটগাঁইয়া ভাষায় বলতে শোনা যায়, খবরদার, খবরদার, আঁই শাহজাহান চৌধুরী, আঁরে যারা ন চিনে, হিতেরা এহনো পর্যন্ত মাডির নিচে বসবাস গরের। অর্থাৎ আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা এখনো চিনে নাই তারা মাটির তলদেশে বসবাস করছে এখনও।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া-লোহাগাড় আসনে জামায়াতের এই প্রার্থীর ভাইরাল হওয়া বক্তব্যটি সাম্প্রতিক নয়। বেশ কিছুদিন আগে তিনি উপজেলার চরতী ইউনিয়নের তুলাতুলী এলাকায় একটি জনসংযোগে কথাগুলো বলেছিলেন। তবে তার বক্তব্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আবারো আলোচনা শুরু হয়। এ ভিডিওকে পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ সাতকানিয়া জামায়াতের নেতাকর্মীদের।

তিনি আরো বলেন, ‘চুদুরবুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (পঙ্গু) হয়ে যাবে। আমার চোখের পানি বৃথা যায়নি। আমার সাতকানিয়া-লোহাগাড়াবাসী, চুনতিবাসী, এই এলাকা আমার শায়খ, আমার ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। এই এলাকা মাওলানা চৌধুরীর এলাকা। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নেই। এখানো আর কোনো মার্কা নেই, সাতকানিয়া–লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কা।

এদিকে গত মঙ্গলবার তাকে ওই বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী সাত দিনের মধ্যেও কারণ দর্শাতে বলা হয়েছে। এতে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি প্রচারে বাধা

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক: হাজী ইয়াছিন

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম

ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র শিবিরের দোয়া

বিএনপি নেতাকে প্রার্থী করার দাবিতে ৮ কিলোমিটার যানজট

শিবির নেতা হত্যার প্রধান আসামি ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, স্বামী-স্ত্রী আটক

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় রোবট প্রতিযোগিতা সম্পন্ন