হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে অন্য দলের প্রার্থী দিলে হারতে পারে বিএনপি: হারুন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

হারুনুর রশিদ বলেছেন, রামগঞ্জ হলো বিএনপির ঘাঁটি

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ বলেছেন, রামগঞ্জ হলো বিএনপির ঘাঁটি, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী ছাড়া অন্যদল বা জোট থেকে যদি প্রার্থী দেয়া হয় তাহলে বিএনপি এ আসনটি হারাতে পারে। এ এলাকার জনগন কোনো পরগাছাকে নির্বাচিত করবে না।

শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের জনসভায় তা প্রমান হয়ে গেছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এ পর্যন্ত প্রার্থী ঘোষণা না করায় রামগঞ্জে বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও হারুনুর রশিদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে। ফলে তৃণমূল বিএনপির মাঝে হতাশা দেখা দিয়েছে।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রভাষক হারুন অর রশিদের সঞ্চালনায় এবং রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি।

এসময় বক্তব্য রাখেন জিয়াউল হক জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, রফিক উল্যাহ পাটোয়ারী, ইসমাইল হোসেন বেঙ্গল, আবুল হোসেন, আবুল খায়ের লেলিন ও মহিলা দলনেত্রী নয়ন আক্তার প্রমূখ।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিতে পারে

প্রশাসনকে সন্ত্রাসী ইয়াছিনের হুমকি

সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্রসহ দুই ডাকাত আটক

আদালতের হাজতখানায় আ. লীগ নেতাদের ‘বেয়াইখানা’, ৫ পুলিশ প্রত্যাহার

আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং: ডা. তাহের

শেখ হাসিনা পারিবারিক প্রতিহিংসা বাস্তবায়নে ক্ষমতায় এসেছিলেন

জমি বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করা হলো ৪ বছরের শিশু নুরকে

এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

দুই যুগ পর ফেনীতে আসছেন তারেক রহমান