হোম > সারা দেশ > চট্টগ্রাম

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিবকে চাঁদপুর–২ আসনে সাদরে গ্রহণ করল জামায়াত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর–২ আসনে ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজির সমর্থনে মতলব উত্তরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ১০ দলীয় জোটের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজি বলেন, জোটগত ঐক্যই আগামীর রাজনীতির মূল শক্তি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, চাঁদপুর–২ আসনে দাঁড়িপাল্লা মানেই ছাতা আর ছাতা মানেই দাঁড়িপাল্লা। এ ঐক্যের প্রতীক নিয়েই জোট বিজয়ের পথে এগিয়ে যাবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী।

মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে সেক্রেটারি মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহাবুবুর রহমানসহ উপজেলার ১৪টি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজিকে সাদরে গ্রহণ করে। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ বৈঠকের মাধ্যমে চাঁদপুর–২ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনি সমীকরণ আরও শক্তিশালী হলো।

কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প হলেও সুফল স্পষ্ট নয়

মাদকসেবীদের হামলায় কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৩

৬ কোটি টাকার ‘আইস’ ও অস্ত্র উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১০ লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বিএনপির

ছেলে শাপলা কলির প্রার্থী, বাবা ভোট চাইছেন ধানের শীষে

আগামীকাল চৌদ্দগ্রামে প্রথমবার বক্তব্য রাখবেন তারেক রহমান

একটি দলের চাঁদাবাজিসহ নানা অপকর্মে মানুষ অতিষ্ঠ: মঞ্জু

নোয়াখালীতে বিএনপির ব্যতিক্রমধর্মী জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

কালো পলিথিনে পাওয়া হাত দেখালো টুকরো লাশের সন্ধান

আগামীকাল ফেনী যাচ্ছেন তারেক রহমান