হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরুণদের দক্ষ জনশক্তিতে গড়ে তুলে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

নির্বাচিত হতে পারলে এলাকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলে বেকার সমস্যা সমাধান ও পরিকল্পিত শিল্পায়ন এবং মানবসম্পদ উন্নয়নে চট্টগ্রামের সীতাকুণ্ডকে একটি কর্মমুখর উপজেলায় পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন আসনটির বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী।

বুধবার (২৮ জানুয়ারি) সীতাকুণ্ডের সলিমপুর ও কাট্টলি এলাকায় ধানের শীষ প্রতীকে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সীতাকুণ্ড আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে, ইনশাল্লাহ।

অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড একটি শিল্পাঞ্চল হওয়ায় দিন-রাত শ্রমিকদের চলাচল অব্যাহত থাকে। তিনি সকলের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। এছাড়াও, শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়।

অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, আমার বাড়ি ভাটিয়ারী হলেও আমি ঘর থেকে বের হলেই পা রাখি সলিমপুরে। ভাটিয়ারী ও সলিমপুরের মানুষের হাসি-কান্না, প্রয়োজন সবই আমার চেনা। সলিমপুরকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা গ্রহণ করলে এটি সীতাকুণ্ডের উন্নয়নের স্বর্ণদ্বার হয়ে উঠবে।

তিনি নির্বাচনের সময় নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি সব প্রতিপক্ষ প্রার্থীকে সম্মান করি এবং এখন পর্যন্ত কাউকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করিনি। সবাই নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুক, এতে করে সমৃদ্ধি ও সৌহার্দ্য বজায় থাকবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য: সাঈদ আল নোমান

টেকনাফের ৬ কৃষক এখনো উদ্ধার হয়নি

দরিদ্র কৃষক সিরাজ গরুর পরিবর্তে নিজেই টানছেন মই

গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

৪ ঘণ্টা পর গভীর নলকূপের গর্ত থেকে শিশু মেজবাহ উদ্ধার

এবার গভীর নলকূপের গর্তে পড়ে গেল চার বছরের শিশু

জমির বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

দেশের নানা সংকটেও মানুষের আস্থা বিএনপিতে: আমীর খসরু