প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটির ডিসি
রাঙামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দেবেন। আমরা সকল ধরনের আইনশৃঙ্খলা আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রেখেছি।
রোববার (২৫ জানুয়ারি) রাঙামাটি কাপ্তাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রাকিব পিপিএম।
এই সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমরা নিরাপত্তার দায়িত্ব আপনাদের দেব।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই এএসপি সার্কেল জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বক্তব্য রাখেন। এসময় কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলী রুদ্র, কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকর আহমেদসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ মোট ৩৩৫ জন প্রশিক্ষণে অংশ নেন।