লক্ষ্মীপুরের রামগতিতে তিনদিনে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় জরিমানাসহ ইটভাটা ধ্বংস করেছে তারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রমমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৮টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়।
এদিন রামগতির মেসার্স সিরাজ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ ও বিসমিল্লাহ ব্রিকসের দুই লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়।
এছাড়া বুধবারের ভাই ভাই ব্রিকসের দুই লাখ, মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৪ লাখ কাঁচা ইট বিনষ্ট এবং ৫ লক্ষ টাকা জরিমানা করে প্রশাসন।
অন্যদিকে মঙ্গলবার মেসার্স আদর্শ ব্রিকসের দেড় লাখ, এসকে ব্রিকসের ৫০ হাজার, ফাইভস্টার ব্রিকসের তিন লাখ ইট বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।