কুমিল্লার দাউদকান্দিতে খেলার মাঠ নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার পর গুরুতর আহত হয়ে মারা গেছেন উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বশির ভূঁইয়ার ছেলে কাজল (২০)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মা, দাদি,উঠানে, আশপাশের বাড়িগুলোতেও চলছে অবিরাম আহাজারি। প্রতিবেশীরা নীরবে দাঁড়িয়ে শুধু শোক প্রকাশ করছেন, কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।
স্থানীয় সূত্র ও মামলার অভিযোগপত্র অনুযায়ী, গতবছরের ২৭ নভেম্বর বিকেলে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর চৌমুহনী এলাকায় ব্যাডমিন্টন খেলার মাঠ প্রস্তুতকে কেন্দ্র করে পূর্ব-বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা চালানো হয়। অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে একই এলাকার মান্নান, হান্নান, মনির হোসেন, রবিউলসহ ১০ জন অজ্ঞাত আরো ১০–১২ জন। তারা চাইনিজ কুড়াল, লোহার রড, বাঁশ ব্যবহার করে কাজলের ওপর অতর্কিত হামলা চালায়
অচেতন ও রক্তাক্ত অবস্থায় কাজলকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে রেফার করেন। ঢাকায় বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে ৩১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়।
পুলিশি ময়নাতদন্তের পর আজ ২ জানুয়ারি বাদজুমা জানাজা শেষে দাফন করা হয়। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
পুলিশ জানায়, ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার কারণে মামলা বর্তমানে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে। মামলার প্রতিটি দিক খতিয়ে দেখে তথ্য প্রমাণ সংগ্রহ করছি। আসামিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত আছে।