হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতিহিংসামুক্ত রাজনীতির দৃষ্টান্ত খালেদা জিয়া রেখে গেছেন

জোনায়েদ সাকি

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় এবং প্রতিহিংসামুক্ত রাজনীতি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, বেগম খালেদা জিয়া তা জাতিকে শিখিয়ে গেছেন।

তিনি আরো বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে আনা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আর্থসামাজিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন।

সোমবার বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসার সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

অনুষ্ঠানে আরও ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান এবং সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী।

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত

প্রবাসীর ভোটেই উল্টে যেতে পারে দক্ষিণ চট্টগ্রামের নির্বাচনের ফল

কুমিল্লা-২-এ পোস্টাল ভোটার ৭ হাজার ৩৩১ জন

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

নাসিরনগরে গোষ্ঠীগত দ্বন্দ্বে সাবেক ইউপি সদস্য নিহত

মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে আগুন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

ইটভাটা চালু করায় ১ লাখ টাকা জরিমানা