চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে রুহুল আমিন মনির নামে একজন গুরুতর আহতসহ মোট তিনজন আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গণসংযোগে প্রার্থী এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন কি-না তা তাৎক্ষণিক জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরীর চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড পাঠান্যাগুদা বাজার পুরান চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে৷
স্থায়ীয় সূত্র জানায়, বিকেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও স্থানীয় বিএনপির একটি অংশ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে প্রচারে নামে৷ এ সময় ওই এলাকার গাউসিয়া হোটেলের সামনে পুরান চান্দগাঁও এলাকায় জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের একটি অংশের সাথে তাদের কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে গণসংযোগ থেকে একটি নেতাকর্মীদের একটি অংশ সিএনজি অটোরিকশা শ্রমিকদলের নেতাকর্মীদের ওপর ছুরি, দা, লাঠি, কিরিচ নিয়ে অতর্কিত হামলা করে৷ এতে চান্দগাঁও থানা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন মনির, সাদ্দাম হোসেনসহ মোট তিনজন আহত হয়েছেন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
অভিযোগ ওঠেছে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুবেলের নেতৃত্বে নয়ন, সাকিবসহ স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শ্রমিকদলের ওপর হামলা করে। তারা তাদের গণসংযোগে অংশ নিচ্ছে না বলে মারধর করতে থাকে। আহতদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আহত রুহুল আমিন মনির জানান, আমরাও এরশাদ উল্লাহ ভাইয়ের গণসংযোগে ছিলাম৷ কিন্তু তারা হঠাৎ করে আমাদের ওপর হামলা করে এবং কিছু বুঝে ওঠার আগেই কয়েকজনকে ছুরিকাঘাত করে৷
জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিকদলের মহানগর সভাপতি রাকিব উদ্দিন জানান, আমরা প্রত্যেক আসনে আমাদের সংগঠন থেকে কমিটি করে দিয়েছি দলীয় প্রার্থীর পক্ষে কারা কাজ করবেন সে বিষয়ে। কিন্তু হামলাকারীরা তাদের সাথে তাদের ব্যানারে গণসংযোগে না যাওয়ার হামলা চালিয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন জানান, ঘটনাটি এরশাদ উল্লাহ'র গণসংযোগের পরে ঘটেছে। আমরা তদন্ত করছি কারা এ ঘটিয়েছে৷ তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও তার পিএসকে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।
উল্লেখ, গত ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদের চাইলত্যাতলীতে এরশাদ উল্লাহর গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামে একজন গুলিতে নিহত হন।