হোম > সারা দেশ > ঢাকা

ছোট ভাইয়ের বউয়ের আঘাতে ভাসুরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

হাঁস ধরা নিয়ে ঝগড়া বিবাদের ঘটনায় চাচাতো ভাইর বউয়ের হাতে খুন হলেন জুতা কারখানা শ্রমিক টুকু মোল্লা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা রাতে। নিহত টুকু মোল্লার স্ত্রী আমেনা বেগম তার স্বামী হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। রাইসা ও নূর নামে দুই শিশু কন্যা সন্তানের জনক ছিলেন টুকু মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুনপালদী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে টুকু মোল্লা ঢাকায় একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করেন।

ভাঙ্গা থানার এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ভাতিজার সুন্নতে খতনার দাওয়াতে বৃহস্পতিবার রাতে বাড়িতে আসেন টুকু মোল্লা। শুক্রবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের স্ত্রীর হাঁসের খোপে তাদের একটি হাঁস চলে গেছে দাবি করে টুকু মোল্লার স্ত্রী। এসময় চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচাতো ভাইর স্ত্রী সীমা বেগম। ঝগড়া বিবাদের সৃষ্টি হলে বাড়ির লোকজন মীমাংসা করতে এগিয়ে আসে। তবে উত্তেজনায় চাচাতো ভাইর স্ত্রী সীমা বেগম ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে টুকু মোল্লাকে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্বজনদের কান্নায় আকাশ আরও ভারী হয়ে ওঠে।

হাদি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মশাল মিছিল

সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

হাদী হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জমি বিক্রির ১০ লাখ টাকা মোটরসাইকেল থেকে ছিনতাই

ওসমান হাদি হত্যা: টায়ার জ্বলিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সদরপুরে সাব রেজিস্টার অফিসের পাশে অজ্ঞাত যুবতীর লাশ