কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিন (২৯)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মমিন গাজীপুরের উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ জানায়, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর মমিন আত্মগোপনে চলে যান। তিনি পরিচয় গোপন করে ফতুল্লার মাহমুদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১টার দিকে ফতুল্লা মডেল থানার একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “৫ আগস্টের পর থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম-পরিচয় গোপন করে মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।