হোম > সারা দেশ > খুলনা

খুলনা জেনারেল হাসপাতালের আউট সোর্সিং কর্মচারীদের মানববন্ধন

বেতন বন্ধ ১৭ মাস

খুলনা ব্যুরো

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা টানা ১৮ মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তত্ত্বাবধায়ক কার্যালয়ের অধীনে কর্মরত ১৪ জন এবং সিভিল সার্জনের দপ্তরের অধীনে নিয়োজিত আরো ৩২ জনসহ মোট ৪৬ জন আউটসোর্সিং কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘১৭ মাস বেতন নাই! পারিশ্রমিক চাই, ভিক্ষা নয়’, ‘হাইকোর্টের নির্দেশ উপেক্ষা কেন?’, ‘খুলনা ২৫০ শয্যা হাসপাতাল-জবাব চাই।’

মানববন্ধনে বক্তারা জানান, চলতি ডিসেম্বরসহ প্রায় দেড় বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। বেতন বিষয়ে এক অফিস আরেক অফিসের ওপর দায় চাপাচ্ছে। কর্মচারীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গাজী রফিকুল ইসলাম এবং প্রধান সহকারি কাম হিসাবরক্ষক তরিকুল ইসলাম গত ৬ মাস ধরে ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন দপ্তরে পাঠাননি। এর ফলে তাদের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া থমকে আছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালাসহ হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে ১০৭ জন নিয়োগের উদ্দেশ্যে টেন্ডার আহবানের ষড়যন্ত্র করছে। এমনকি টেন্ডার ছাড়াই গোপনে ৭ জনকে কাজে নেওয়া হয়েছে। অথচ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুরোনো কর্মীদের বাদ না দেওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. মামুন হোসেন, মো. আব্দুর রহিম, শাহনাজ, মুর্শীদা, ছত্তার, মাছুম, কাদের, শাহীন, সেতু, এরশাদ, রাজেশ, দেবাশীষ, আলম, সাধন, দিপংকর, পরিমল, নিপা, আব্দুল হালিম খাঁ, আশিক, ফারুক, জসিমসহ হাসপাতালে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীরা।

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

খুলনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির গণ দোয়া

জামায়াত প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে ভারত থেকে অপপ্রচার

পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

ন্যায্য দামে সার মিলছে না নড়াইলে

দখল-দূষণে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের তিন নদী

ইসিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে: রাশেদ খান

বাগেরহাটে চার আসন আপিলেও বহাল

সাবেক এমপি সালাউদ্দিনের ৩০ অনুসারীসহ জামায়াতে যোগদান