চুয়াডাঙ্গায় আজ বুধবার ভোর ৬টায় হিমেল বাতাসে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে । এদিন সকাল ৯টায় জেলায় তাপমাত্রা দাঁড়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পথচারি রফিকুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামতে শুরু করেছে। ফলে শীতের তীব্রতা বাড়াছে। সারাদিনের মধ্যে রোদ দেখা দিলেও শীতের তীব্র কমছে না। ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভুত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সকাল ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯ টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরো তীব্র করে তুলেছে।