হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

আতিকুর রহমান, চারঘাট (রাজশাহী)

টানা বর্ষণ ও পদ্মায় পানির তীব্র স্রোতে চারঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ।

জানা গেছে, গত কয়েক সপ্তাহে উপজেলার গোপালপুর, চন্দনশহর, পিরোজ এলাকার প্রায় কয়েক কিলোমিটার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে প্রাথমিক স্কুল, মসজিদ, রাস্তাসহ একাধিক বসতবাড়ি। আর প্রতিশ্রুতি নয়, নদীভাঙন রোধে যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন নদীপাড়ে বসবাসরত একাধিক স্থানীয় এলাকাবাসী।

গোপালপুর গ্রামের বিল্লাল হোসেন (৬৫) জানান, স্বাধীনতার পরেও পদ্মা নদীটি চারঘাট উপজেলা গোপালপুর ও চন্দনশহর এলাকায় পদ্মা নদীটি ভারতের সাহেবনগর সীমানা দিয়ে প্রবাহিত হতো। কিন্তু কালের বিবর্তনে গত ৩৫ বছরে নদীর দিক পরিবর্তন হয়ে তীর ভাঙতে ভাঙতে এখন পুরোটাই বাংলাদেশ সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগর্ভে বিলীন হয়ে মানচিত্র থেকে উঠে গেছে চন্দনশহর নামের একটি মৌজা, গোপালপুর ও পিরোজপুরের অধিকাংশ এলাকা। গত এক বছরে তার নিজের ১০ বিঘাসহ প্রায় ২০০ বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং নিঃস্ব হয়ে গেছে প্রায় শতাধিক ব্যক্তি ।

চন্দনশহরের বাসিন্দা সিকেন্দার বলেন, নদীভাঙন এখন আমাদের জীবনের স্থায়ী যন্ত্রনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পরিবারের বসতভিটাসহ প্রায় ৫০ বিঘা কৃষিজমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে চন্দনশহরের মতো গোপালপুর ও পিরোজপুর গ্রামও একদিন দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে তিনি মনে করেন।

পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, নদীর পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোত হচ্ছে। এ কারণে কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব সরেজমিনে নদীভাঙন এলাকা পরিদর্শন করে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় সংঘর্ষ থামাতে এসে অভিযানে মিলল দেশীয় অস্ত্রের খনি

বিএনপি ফ্যামিলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

আ. লীগ নেতা আবু সাইয়িদকে নিয়ে বিএনপি-জামায়াতের লড়াই

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

রাজশাহী-৫ আসন রাজনীতিতে ছড়াচ্ছে নির্বাচনি উত্তাপ

আগামীকাল নওগাঁ যাচ্ছেন তারেক রহমান

১৯ বছর পর পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান

জামায়াত নেতাকে গলা টিপে হত্যার চেষ্টা: বিএনপির প্রার্থী হারুনের ছেলেকে তলব

বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সস্ত্রীক সন্ত্রাসী গ্রেপ্তার