হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী-৪ আসনে তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

জেলা প্রতিনিধি, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম, বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার এবং জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

নোটিশ অনুযায়ী, বিধিমালার ১৮ ধারা অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম এ বিধি অমান্য করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের এক অনুষ্ঠানে ভোট চান।

এছাড়া একই বিধিমালার ৭ (চ) ধারার (ঙ) উপধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি সংবলিত ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন না। কিন্তু বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এই বিধি লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মুনতাকিম বিধিমালার ৭ (ঙ) ধারা লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণায় রঙিন লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি

লালমনিরহাটে প্রার্থীদের স্ত্রী-সন্তানরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে দেশকে এগিয়ে নিতে হবে

নবাবগঞ্জে প্রাচীন নিদর্শন বিলীনের পথে

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই: মির্জা ফখরুল

একটি দল ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট‌ নিতে চায়: আখতার হোসেন

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে : রংপুরে আদিলুর রহমান খান

র‍্যাবের অভিযানে পিস্তল ও শুটারগান উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর