হোম > সারা দেশ > রংপুর

বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে বাড়ির সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের নাম সাভাব (২) ও আবু তোহা (২)। সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেবের সন্তান। নিহতরা সর্ম্পকে মামা-ভাগিনা।

যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে দুই শিশু তালেব মন্ডলের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির সময় তাদের পুকুরে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, দুই শিশু বাড়িতে খেলা করতে করতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত। সেই সাথে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ঘুষের টাকা না দেওয়ায় খুনের আসামি

তফসিল ঘোষণার পরই ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

সাঘাটায় বালিকা মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা, পাঠদানে ব্যাহত

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

টানা পাঁচ দিন পর ৯ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা

আবারও বিদ্রোহের আগুন কুড়িগ্রাম-৪ আসনে

বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে আজ পার্বতীপুরে অবরোধ

গাইবান্ধায় এনসিপির মনোনয়ন পেলেন সোহাগ ও আসাদুজ্জামান

এই প্রজন্মকে বস্তাপচা রাজনীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না