হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে প্রাচীন নিদর্শন বিলীনের পথে

মতিয়ার রহমান, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বিলীনের পথে। এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না । নবাবগঞ্জে মাটির নিচেও লুকিয়ে আছে বহু প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। রয়েছে অনেক ঢিবি, যা খনন করলে সন্ধান মেলবে ঐতিহাসিক নিদর্শন। এসব স্থাপনা এখন প্রায় বিলীনের পথে। এ স্থাপনা ও ঢিবিগুলো সংরক্ষণ করা হচ্ছে না।

দিনাজপুরের নবাবগঞ্জে স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গোলাপগঞ্জ ইউনিয়নের সীতাকোট বৌদ্ধ বিহার মুনির থান মাহমুদপুর ইউনিয়নের দারিয়ায় অরুনধাপ বা বেহুলার বাপের বাড়ি ঢিবি, বেহুলার বাসরঘর ঢিবি, হরিনাথপুর দুর্গ, হলাইজানা তেলিপাড়া মসজিদ, দাউদপুর ইউনিয়নে জিগাগড় দুর্গ, পুটিমারা ইউনিয়নে টঙ্গী ঢিবি, দলার দরগা মঠ ও ভাদুরিয়া ইউনিয়নে নিশা পলাশবাড়ী মঠ। কালের বিবর্তে এসব স্থাপনাগুলো এখন বিলুপ্তির পথে।

দিনাজপুর জেলার সাবেক জেলা প্রশাসক আবুল কালাম যাকারিয়ার মতে সমগ্র এলাকা ছিল প্রাচীন একটি জনপদ ও বৌদ্ধ ধর্ম সাংস্কৃতিক কেন্দ্র। এখানে একাধিক বৌদ্ধ বিহার আছে। বাংলাদেশ প্রত্ন সম্পদ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখক আব্দুল আজিজের নবাবগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা একটি বইয়ে এ তথ্য জানা যায়। বাংলাদেশ প্রত্ন সম্পদ গ্রন্থের মতে তিনি লিখেছেন উপজেলার মাহমুদপুর এলাকায় ১৯৬০ সালের আগে মোট ঢিবি ছিল ১০০টি, যা ১৯৬৭ সালে কমে দাঁড়ায় ৫১টিতে। সেগুলোর মধ্যে অনেক ঢিবিই নিশ্চিহ্ন হয়ে গেছে। ১৯৮৫ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষামূলক খননের পর দেখা গেছে, বগুড়ার লখিন্দরের সাদৃশ্য একটি পুরাকীর্তি অস্তিত্ব ঢিবির তলদেশে বিদ্যমান। সেখানে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একটি সাইনবোর্ড দিয়ে রাখা হয়েছে। এদিকে দাউদপুর ইউনিয়নের খয়েরগনি নামক স্থানে ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের খনন দল খনন করে বৌদ্ধ বিহারের স্থাপনার অস্তিত্ব পেয়েছিলেন।

এ সময় অর্থের অভাবে সেটি আর পুরো খনন করা সম্ভব হয়নি। বর্তমানে সেটি মাটির নিচে পড়ে আছে। স্থাপনাগুলো নিয়ে চর্চা করা যেতে পারে। এসব ঐতিহ্য সংরক্ষণ করা গেলে একদিকে যেমন ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস জানতে পারবে অপরদিকে তেমনি এলাকায় পর্যটকদের আগমন ঘটবে।

১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে দেশকে এগিয়ে নিতে হবে

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই: মির্জা ফখরুল

একটি দল ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ভোট‌ নিতে চায়: আখতার হোসেন

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে : রংপুরে আদিলুর রহমান খান

র‍্যাবের অভিযানে পিস্তল ও শুটারগান উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’র বিপক্ষে: আদিলুর রহমান

পুলিশের নির্যাতনে ট্রাকচালক নিহতের অভিযোগ

বিএনপি প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচার শুরু

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে, নির্বাচনি প্রচারে ডা. জাহিদ