হোম > সারা দেশ > রংপুর

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’র বিপক্ষে: আদিলুর রহমান

রংপুর অফিস

ছবি: আমার দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান সরকার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি । কারণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেই অভ্যুত্থানের ফসল হিসেবেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

তাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোট চায় সরকার এবং ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।”

রংপুরে দুই দিনের সফরে এসে দ্বিতীয় দিন শুক্রবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আরো বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই।’

রংপুরে দুই দিনের সফরে এসে তিনি শহিদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আরডিএ এবং তালঘাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। বিকেলে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

এ সময় জেলা প্রশাসক এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে : রংপুরে আদিলুর রহমান খান

র‍্যাবের অভিযানে পিস্তল ও শুটারগান উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

পুলিশের নির্যাতনে ট্রাকচালক নিহতের অভিযোগ

বিএনপি প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি প্রচার শুরু

ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন হবে, নির্বাচনি প্রচারে ডা. জাহিদ

গণতন্ত্র ও জবাবদিহিতা জাতির উন্নতির চাবিকাঠি: ব্যারিস্টার নওশাদ জমির

নাশকতা মামলার আসামিসহ আ.লীগ ও যুবলীগের ১২ নেতা বিএনপিতে যোগদান

তিন দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উপাদন শুরু

বিরলে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু