হোম > সারা দেশ > সিলেট

সিলেটের বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

সিলেট ব্যুরো

সিলেটের দক্ষিণ সুরমায় ঝটিকা মিছিল ও মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি ও টিনের কৌটাসহ মশাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় ছাত্রলীগের কর্মীরা। এ সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অপরদিকে মোগলাবাজারের পারারইচক এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকূলের আলী আহমদ (৩৮), কোম্পানীগঞ্জ উপজেলার নিজগাঁও (পশ্চিম) গ্রামের মাহফুজ আহমদ (২০), লালাবাজার উপজেলার রিমন ইসলাম (২০) এবং সুনামগঞ্জের জলিলপুর গ্রামের আবুল হাসনাত রাফি (১৮)।

এদিকে, মঙ্গলবার রাত ও বুধবার ভোরে সিলেটের কয়েকটি স্থানে মশাল মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। আওয়ামী লীগের পলাতক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির খানের ছবি নিয়ে মিছিল করে তারা।

মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শ্রীরামপুর পয়েন্টে ২০-২৫ যুবক মশাল নিয়ে মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এছাড়া পারারইচক এলাকায় বাঁশের লাঠি ও টিনের কৌটা দিয়ে তৈরি মশালসহ ছাত্রলীগের চার কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিধি মোতাবেক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আপাতত শহর শান্ত আছে। মফস্বল এলাকায় দুয়েক স্থানে মিছিলের চেষ্টা করেছে। বৃহস্পতিবার নগরীর সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা,'না' মানে দিল্লির দালালী

প্রিসাইডিং ও পোলিং অফিসারদের স্বচ্ছ-নিরপেক্ষ তালিকা করুন: শিশির মনির

সুনামগঞ্জে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার