হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে কারখানার কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের, দগ্ধ ৩

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় অবস্থিত রশ্মি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আসাদুল ইসলাম (৪৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। আহত শ্রমিকরা হলেন বগুড়া জেলার তামিম মিয়া (২৫), সিরাজগঞ্জ জেলার হাকিম মিয়া (২৭)। অপর একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে আশপাশের লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে কয়েকশ মানুষ কারখানার সামনে ভিড় করলেও নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান জানান, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

সুনামগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

কাল থেকে কর্মস্থলে ফিরছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী

মাধবপুরে তারেক রহমানের জনসভা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

‎হবিগঞ্জ-১ আসন: ভোটের সমীকরণে ত্রিমুখী লড়াইয়ের আভাস

ট্রেনের ধাক্কায় হাতি খাদে, চলছে উদ্ধার অভিযান

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে জি কে গউছ