সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা তাহসিনা রুশদীর লুনা নিজের ৪০ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে উল্লেখ করেছেন। এসব স্বর্ণালংকার বিবাহ সূত্রে পাওয়া বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। তার নিজস্ব কোনো বাড়ি নেই। ঢাবিতে চাকরিজীবী হিসেবে ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, বর্তমানে অসরপ্রাপ্ত বলে হলফনামায় উল্লেখ করে নির্বাচন কমিশনে দাখিল করা তার সম্পদ, আয় ও দায়সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
হলফনামার আইনি তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। সম্পদ বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৪৯২ টাকা। তার বার্ষিক আয় ৯ লাখ ৫২ হাজার ৩৮৭ টাকা।
নগদ অর্থ হিসেবে তিনি দেখিয়েছেন মোট ১৭ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা। এর মধ্যে নিজের কাছে রয়েছে ৪ লাখ ২০ হাজার ৪৬৪ টাকা এবং ছেলের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদের ক্ষেত্রে অর্জনমূল্য দেখানো হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ১৫৭ টাকা ৫৪ পয়সা এবং বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ৫৮ টাকা। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৭৫ লাখ ২৯ হাজার ৯০০ টাকা, যার বর্তমান মূল্য ৮৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
এছাড়া যৌথ মালিকানায় প্রাপ্ত সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩৪ হাজার ২০০ টাকা। তবে বিবাহসূত্রে প্রাপ্ত ৪০ ভরি স্বর্ণের মূল্য তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেননি। স্বর্ণের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ১৬৬ টাকা। এসব হিসাব যোগ করলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা। যদিও আয়কর রিটার্নে তিনি সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৪৯২ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নিজ নামে কোনো বাড়ি নেই। তবে নিজের নামে ঢাকা মেট্রো-গ-২৮-৯৯৩৯ নম্বরের একটি গাড়ি রয়েছে। পাশাপাশি নিখোঁজ স্বামী এম ইলিয়াস আলীর নামে ঢাকা মেট্রো-ঘ-১১-৭৩৮৯ নম্বরের একটি গাড়ি এবং ঢাকার বনানীতে ৫ কাঠা জমির ওপর নির্মিত একটি বাড়ি (অ্যাপার্টমেন্ট সংখ্যা ৫) দেখানো হয়েছে। এছাড়া বিশ্বনাথ সদরে ৩৩১ স্কয়ার ফিট আয়তনের একটি দোকান রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য এ আসনে আরো আটজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সম্পদে শীর্ষে রয়েছেন মোছা তাহসিনা রুশদীর লুনা। আয়ে এগিয়ে আছেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি হলফনামায় তার আয়, সম্পত্তির কোন হিসেব না দেখালেও ফরম ২০ ও ২১ এবং আয়কর রিটার্নে তার বার্ষিক আয় ৫০ লাখ টাকা দেখিয়েছেন।