হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।

মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে আমাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানান। তার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে এবং দলের ঐক্য বজায় রাখতে দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা। এ বিষয়ে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘মিজান চৌধুরী বিএনপির নেতা, আমার ভাই। আমি আশাবাদী, তিনি খুব শিগগিরই দলের জন্য মাঠে নামবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।’

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। শেষ পর্যন্ত দলের চূড়ান্ত মনোনয়ন পান কলিম উদ্দিন আহমদ মিলন।

এর আগে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মিজান চৌধুরী। সে সময় মনোনয়নবঞ্চিত হলেও ক্ষুব্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছিলেন কলিম উদ্দিন আহমদ মিলন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি উল্টো হয়ে যায়। মনোনয়নবঞ্চিত হন মিজান আর দলীয় মনোনয়ন পান মিলন।

সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন

সীমান্তে ভারতীয় সিগারেট জব্দ

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সিলেটে মাজার জিয়ারত শেষে আলিয়া মাঠে তারেক রহমানের জনসভা

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: আদিলুর রহমান খান

পা ফেলার জায়গা নেই, শুধু রোগী আর রোগী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি হত্যার অভিযোগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক