হোম > সারা দেশ > সিলেট

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না বলে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের সমাজে শিক্ষা নিয়ে যে ধারণা নিয়ে প্রচলিত আছে তা অনেকাংশে সঠিক নয়।

রোববার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন মেধাবৃত্তি -২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষায় শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশুরা এগোতে পারবে না। শুধু পড়াশুনা করে ভালো মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবে না। পাশাপাশি, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাহিরের জগতের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, ছোটবেলা থেকে শিশুদের মাঝে মমত্ববোধ গড়ে তুলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিশুকে গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে খারাপ আচরণ দেখা দিলে একসময় সেটি মনে স্থায়ীভাবে বাসা বাঁধে। এছাড়া একটি স্কুল কিভাবে পরিচালিত হয়ে তার উপরও নির্ভর করে শিশুদের নৈতিকতা। বিশেষ করে ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে শিশুদের নৈতিক শিক্ষা পায়। নৈতিক শিক্ষা ছাড়া একটা জাতি কখনও উন্নত হতে পারে না।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষার বই সঠিক সময়ে পৌঁছে দেয়া হবে। জানুয়ারিতে নির্বাচন নয়, তাই জানুয়ারীর শুরুর দিতে পাঠ্য বই পৌঁছে দেয়া সম্ভব। শিগগির প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। বিশেষ করে উপজেলা খালি পদগুলোতে শিক্ষক নিয়োগ হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি এবং অপারেশন) পরিচালক একে মোহাম্মদ সামছুল আহসান, সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ৯.৬ ডিগ্রি

স্কোয়াশ চাষে সেলিম মিয়ার সফলতা

হেভিওয়েট প্রার্থীদের ত্রিমুখী লড়াই

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার