হোম > সারা দেশ > সিলেট

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ- ১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা তোফায়েল খানকে জেলা জামায়াতের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়েন তোফায়েল খান।

বিক্ষোভকারীরা জানান, সুনামগঞ্জ- ১ আসনে মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন গত বছরের ৫ আগস্টের পর হাওরে হাওরে জামায়াতের প্রার্থী হিসেবে ঘুরে বেরিয়েছেন। বিশাল শক্তিশালী প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পরিচিত। কিন্তু হেভিওয়েট এই প্রার্থীকে বাদ দিয়ে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয় নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মোজাম্মেল হককে। এরই প্রতিবাদে কর্মী সমর্থকরা মাওলানা তোফায়েল খানকে মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জেলা জামায়াতের কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়

বিক্ষোভকারী শাহিন জানান, সুনামগঞ্জ- ১ আসনে তোফায়েল আহমদ খানের কোনো বিকল্প নেই। যাকে জোটের প্রার্থী দেয়া হয়েছে তাকে কেউ চিনে না। মানুষের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সুনামগঞ্জ- ১ আসনে আমরা এমন প্রার্থী চাই না।

হাসানুল বান্না নামের আরেকজন ভোটার বলেন, আমরা শুনেছি এই আসনে নেজামে ইসলামের একজন প্রার্থীকে জোটের মনোনয়ন দেয়া হয়েছে। যেটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আমাদের সুখে দু:খে সবসময় ছায়ার মতো ছিলেন তোফায়েল আহমদ খান৷ উনাকে রেখে অন্য কেউ প্রার্থী হোক আমরা চাই না। যাকে প্রার্থী দেয়া হয়েছে তিনি আওয়ামী লীগের দোসর। সুনামগঞ্জ- ১ আসনের সর্বস্তরের মানুষ তাকে প্রত্যাখান করবে।

খায়রুল বাশার বলেন, তোফায়েল আহমদ খান প্রার্থিতা প্রত্যাহার করলে আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হবো। সুনামগঞ্জ- ১ আসনে আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক তোফায়েল আহমদ খানকেই চাই। তিনি না হলে এই আসনে আমরা জোটের প্রার্থীকে চাই না। প্রয়োজনে এই আসন উন্মুক্ত করা হোক। অথবা সুনামগঞ্জ জেলায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তিনি।

সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল খান আমার দেশকে বলেন, দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রীয় ছিলাম। ভোটারদের আশা আকাঙ্খা আমাকে ঘিরে। তাদের আবেগ, ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। আমার নির্বাচনি আসনে যাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে তিনি কোনো গণসংযোগ করেননি। এছাড়া ইতিমধ্যে ঐ প্রার্থী বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন বৈঠক ও সভা করার ভিডিও আমার হাতে এসেছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করেছি।

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

১৭ বছর পর মৌলভীবাজারে যাচ্ছেন তারেক রহমান

সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত

শাকসুতে বিদ্রোহী প্রার্থী জুনায়েদকে ছাত্রদল থেকে বহিষ্কার

হবিগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ কিশোর আটক

সিলেটে পুলিশের চেকপোষ্টে ১০টি এয়ারগান উদ্ধার

‘হ্যাঁ’ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই: ধর্ম উপদেষ্টা

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেন ইলিয়াসপুত্র এম লাবীব শারাহ

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা