সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হয়ে হাওরের পথে পথে ভোটারদের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি স্প্রিডবোটে হাওর ঘুরে ঘুরে ভোটারদের শুভেচ্ছা জানান। এবং দীর্ঘদিন পাশে থেকে সাহস যোগানো এবং পরিশ্রম করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে পাশে থাকার জন্য দোয়া চান।
মনোনয়ন থেকে বাদ পড়া নেতা মাহবুবুর রহমান ঢাকা থেকে ভালোবাসার টানে ছুটে আসেন হাওরে গ্রামে গ্রামে। স্প্রিডবোটে বিভিন্ন গ্রাম ঘুরে জামালগঞ্জ শহরে এলে হাজার হাজার জনতা তাকে বরণ করে নেন। নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে স্প্রিডবোটে গিয়ে শুভেচ্ছা জানান কেউ কেউ।
রিভারভিউ পার্কে সমাবেশে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, আমি আজ আবেগে আপ্লুত। আমি আপনারা কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা শোধ করার মতো নয়। আমি সুনামগঞ্জ- ১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনোনয়ন আমার জন্য চাইনি, হাওর ভাটির উন্নয়নের জন্য মনোনয়ন চেয়েছিলাম। প্রাথমিক মনোনয়নে আমি বাদ পড়েছি। সাময়িকভাবে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমি ধানের শীষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আগামী দুই মাস পর পূর্ণাঙ্গ মনোনয়ন দেয়া হবে। তবে আমি ধানের শীষের বিপক্ষে নয়।