হোম > সারা দেশ > সিলেট

লুট হওয়া আড়াই লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এছাড়াও, লুটকারীরা রাতের আঁধারে মহালদি গ্রামের বিভিন্ন বাড়ি এবং রাস্তার পাশে পাথর মজুত করে রেখেছিল। খবর পেয়ে প্রশাসন সেখানেও অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।”

ইউএনও আরও বলেন, “এই লুটপাটের সঙ্গে যেসব বাড়ির মালিক এবং ব্যক্তিরা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলে দেওয়া হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ৯.৬ ডিগ্রি

স্কোয়াশ চাষে সেলিম মিয়ার সফলতা

হেভিওয়েট প্রার্থীদের ত্রিমুখী লড়াই

রাজনীতিতে নতুনত্ব না থাকলে পুরোনো কালচার ফিরে আসবে

মাধবপুরে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার

ভোটের হিসাব-নিকাশে ফ্যাক্টর চা-শ্রমিক ও খাসিয়ারা

ওসমানীনগরে ভোটকেন্দ্রগুলোয় চালু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২