হোম > সারা দেশ > সিলেট

লুট হওয়া আড়াই লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সকালে সিলেট সদর উপজেলার ধোপাগুলের ক্রাশার মিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। এছাড়াও, লুটকারীরা রাতের আঁধারে মহালদি গ্রামের বিভিন্ন বাড়ি এবং রাস্তার পাশে পাথর মজুত করে রেখেছিল। খবর পেয়ে প্রশাসন সেখানেও অভিযান চালিয়ে আরও ১ লাখ ঘনফুট পাথর জব্দ করে।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “এখন পর্যন্ত আমরা প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।”

ইউএনও আরও বলেন, “এই লুটপাটের সঙ্গে যেসব বাড়ির মালিক এবং ব্যক্তিরা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলে দেওয়া হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

সিলেটে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে: ফখরুল

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্র

চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব: অলিউল্লাহ নোমান

জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

হাদি গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার