হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে মামুনুল হকের জনসভায় উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তার নির্বাচনি প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার জগন্নাথপুর সফরে আসেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় মামুনুল হক জ্বালাময়ী বক্তব্য দিলেও জনসভার লোকসমাগম নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিকেলে যখন জনসভা শুরু হয় তখনও দেখা যায় মাঠে প্যান্ডেল ও চেয়ারের সংখ্যার তুলনায় মানুষের উপস্থিতি ছিল বেশ কম। কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে যে গণজোয়ারের প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সামনের দিকের কিছু সারি পূর্ণ থাকলেও মাঠের পেছনের অংশে অনেক চেয়ারই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ভোটারদের একটি বড় অংশের অনুপস্থিতিকে শাহীনুর পাশার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মনে করছেন অনেকে।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানান, এক সময়ের প্রভাবশালী জমিয়ত নেতা হিসেবে তার যে সুসংগঠিত ভোটব্যাংক ছিল, বারবার দলবদলের কারণে তাতে অনেকটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া তার অতীত কর্মকাণ্ড নিয়ে জনসভার উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

মাঠের উপস্থিতি কম থাকলেও মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, একটি অশুভ চক্র বাংলাদেশকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না। দেশে লুটপাট ও দুর্বৃত্তপনার রাজনীতি চলছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অপরাজনীতির অবসান ঘটবে। জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে সাম্য ও ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।

কমলগঞ্জে বিএনপির আরো ৫ নেতাকে অব্যাহতি

ইলিয়াস আলীসহ সব গুম-খুনের বিচার নিশ্চিতে ধানের শীষে ভোট চাইলেন লুনা

তারেক রহমান দেশে ফেরার পর গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন: বিএনপির প্রার্থী কামরুল

শ্রীমঙ্গলে শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালের প্রতিবাদে চা শ্রমিকদের বিক্ষোভ

সিলেট ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

পোস্টারবিহীন প্রচারে হাওরাঞ্চলে নেই উৎসবের আমেজ

স্বেচ্ছায় এনসিপি থেকে সরে দাঁড়ালেন পলাশ মাহমুদ

সুনামগঞ্জে ঘোড়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা