হোম > সারা দেশ > সিলেট

মুরগি চুরির জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেড় ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে চলা সংঘর্ষে উভয় পক্ষের বহু লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন দড়ারপার গ্রামের আবু বক্কর (৩৫), লোকমান মিয়া (৪৫), ফয়সাল আহমেদ (২৫), লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০) এবং মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০), সফর আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার দেশি মোরগ চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগি চুরি হলে তিনি নাহিদের বাড়িতে এ বিষয়ে জানতে যান। এসময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখে।

খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পাকা ব্রিজের ওপর সংঘর্ষ অব্যাহত থাকে তাদের।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ মাইলফলক: খন্দকার মুক্তাদির

জোরালো হচ্ছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কামরুলকে পুনর্মূল্যায়নের দাবি

সিলেট ওসমানী মেডিকেলে কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ

সিলেটে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

সিলেটে মাজারের খাদেম ও বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: সচিব আলেয়া আক্তার

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

বিএনপির নির্বাচনি প্রচারে সরব প্রার্থী ও বঞ্চিতরা, বাড়ছে বিভক্তি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাইফ উদ্দিন রতন