হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মাজারের খাদেম ও বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

সিলেট ব্যুরো

সিলেটের শাহপরান এলাকার পীরেরবাজার এলাকায় সামান্য বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জেরে নৃশংসভাবে হত্যার শিকার হলেন হজরত শাহ সুন্দর (রহ.) মাজারের খাদেম আব্দুর রহমান (৬৫)।

মাজারের পাশের সড়কে প্রস্রাব করতে নিষেধ করায় সুমন নামের এক সন্ত্রাসী বৃদ্ধ খাদেমকে ইট দিয়ে মাথায় আঘাত করে। অভিযুক্ত যুবক সুমন (৩০) ডাকাত শাহজাহান সার্জনের ছেলে। আঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে সুমন পালিয়ে যায়।

খাদেম আব্দুর রহমান (৬৫) স্থানীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার এই হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএমপি’র এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যা। সড়কের পাশে প্রস্রাব করা নিয়ে স্থানীয় যুবক সুমন আহমদ ও আব্দুর রহমানের মধ্যে তর্ক হয়। পরে তাদের সঙ্গে আব্দুর রহমানের ছেলে যুক্ত হলে সংঘর্ষে উভয় পক্ষের দুজন আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান, আর সুমন চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যান।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং সন্ধ্যার পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার ছেলেরা মামলা করবে বলে জানিয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে এবং এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: সচিব আলেয়া আক্তার

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

বিএনপির নির্বাচনি প্রচারে সরব প্রার্থী ও বঞ্চিতরা, বাড়ছে বিভক্তি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাইফ উদ্দিন রতন

সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ : সিলেটে ধর্ম উপদেষ্টা

ভারতকে হারিয়ে নিজ ভিটায় ফুটবলার শমিত সোম

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

ছেলেকে অপমান করায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫

যুবসমাজকে রক্ষায় মাদকের আগ্রাসন রুখে দিতে হবে