হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এনইআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর দেশের মোবাইল ফোনের বাজারে ক্লোন ও নকল ডিভাইসের ভয়াবহ চিত্র উঠে এসেছে। দেশের মোবাইল নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, নেটওয়ার্কে “1111111111111”, “0000000000000”, “9999999999999”–এর মতো অসংখ্য ভুয়া আইএমইআই নম্বর ব্যবহার হচ্ছে। তবে এ মুহূর্তে এসব আইএমইআই ব্লক করা হচ্ছে না।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশে লাখ লাখ মানুষ নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন, যেগুলোর রেডিয়েশন টেস্ট বা স্পেসিফিক অ্যাবজরপশন রেটসহ (SAR) কোনো ধরনের নিরাপত্তা পরীক্ষা কখনোই হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কেই এসব ডিভাইস ব্যাপকভাবে সচল রয়েছে। এসব ফোন তাৎক্ষণিকভাবে বন্ধ না করে ‘গ্রে’ হিসেবে ট্যাগ করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, গত ১০ বছরে শুধু একটি আইএমইআই নম্বর “99999999999999”-এর বিপরীতে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি ভিন্ন কম্বিনেশন (ডকুমেন্ট আইডি, এমএসআইএসডিএন ও আইএমইআই) শনাক্ত করা হয়েছে। এসব আইএমইআই স্মার্টফোন ছাড়াও বিভিন্ন আইওটি ডিভাইসে ব্যবহৃত হতে পারে। যদিও মোবাইল অপারেটররা বর্তমানে ফোন, সিম-সংযুক্ত ডিভাইস ও আইওটি ডিভাইসের আইএমইআই আলাদা করে শনাক্ত করতে পারে না। তবে বৈধভাবে আমদানি করা আইওটি ডিভাইস আলাদাভাবে ট্যাগ করার কাজ শুরু হয়েছে।

দেশে ৩৫ বছরে বেড়েছে ২৬ শতাংশ লবণাক্ত জমি

প্লান্টার ফ্যাসাইটিস কেন হয়

শীতে গলার স্বরে সমস্যা

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

ইউটিউব–ফেসবুক: অ্যালগরিদমের কীভাবে কাজ করে

আদর্শ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও সফল শাসক

নতুন বাংলাদেশের প্রত্যাশা...

মিমের উদ্যোক্তা হওয়ার গল্প

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলায় মুসলিমদের আগমন ও বসতি স্থাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ