হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫৩ জন হাসপাতালে ভর্তি

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাত জন রয়েছেন।

এই সময়ে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩১৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত ( ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ১ শতাংশ নারী।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এর আগে, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

দেশে ৩৫ বছরে বেড়েছে ২৬ শতাংশ লবণাক্ত জমি

প্লান্টার ফ্যাসাইটিস কেন হয়

শীতে গলার স্বরে সমস্যা

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

ইউটিউব–ফেসবুক: অ্যালগরিদমের কীভাবে কাজ করে

আদর্শ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও সফল শাসক

নতুন বাংলাদেশের প্রত্যাশা...

মিমের উদ্যোক্তা হওয়ার গল্প

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলায় মুসলিমদের আগমন ও বসতি স্থাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ