হোম > ফিচার > ভ্রমণ

দ্বীপে বসবাস করলেই পাওয়া যাবে ৯০ হাজার মার্কিন ডলার

স্টাফ রিপোর্টার

ইউরোপ-আমেরিকা যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেসব দেশের নাগরিক হওয়ার চেষ্টা করে মানুষ। কিন্তু ইউরোপের দেশ আয়ারল্যান্ড সরকার দেশটির পশ্চিম সমুদ্র তীরে অবস্থিত অতি সুন্দর দ্বীপপুঞ্জে বসতি বাড়াতে বড় অঙ্কের অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে।

ট্রাভেল নিচুয়ার নামের একটি সাইডে বলা হয়েছে, স্থায়ীভাবে নির্দিষ্ট দ্বীপে বাস করলেই দেশটির সরকার ৯০ হাজার মার্কিন ডলার দেবে বসবাসকারীকে।

২০২৩ সালে, আয়ারল্যান্ড তাদের "Our Living Islands" (আমাদের জীবন্ত দ্বীপসমূহ) নামের একটি কর্মসূচি চালু করে, যার আওতায় নির্দিষ্ট কিছু মনোরম দ্বীপে বসবাস করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রায় ৯০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেওয়া হচ্ছে।

আইরিশ সরকার এই কর্মসূচি সম্পর্কে বলেছে, আমাদের উপকূলীয় দ্বীপসমূহ ও সেখানে গঠিত কমিউনিটিগুলি গ্রামীণ আয়ারল্যান্ডের অবিচ্ছেদ্য অংশ। এসব দ্বীপ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ এবং আইরিশ সংস্কৃতিতে এদের একটি বিশেষ স্থান রয়েছে।

দেশটির সরকার আরও জানিয়েছে, এসব দ্বীপ উপকূল থেকে কিছুটা দূরে অবস্থিত, তবে জোয়ারের সময় প্রতিদিনই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলোর সাথে সেতু বা সংযোগপথ নেই, বছরে পুরো সময়জুড়ে স্থায়ী জনসংখ্যা রয়েছে, এবং এগুলো ব্যক্তিমালিকানাধীন নয়।

এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দ্বীপগুলোতে পুনরায় জনবসতি গড়ে তোলা এবং দ্বীপবাসীদের সহযোগিতায় এমন পরিবেশ সৃষ্টি করা, যা তরুণ প্রজন্মকে দ্বীপে বসবাস করতে উৎসাহ করবে এবং পরিবার গড়তে উৎসাহিত করবে।

যেভাবে মিলবে অর্থ সহায়তা

এই কর্মসূচির আওতায় অর্থ পেতে হলে আগ্রহী ব্যক্তিকে দ্বীপে অবস্থিত এমন একটি বাড়ি কিনতে হবে যা ১৯৯৩ সালের আগে নির্মিত এবং অন্তত দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঞ্জুরকৃত অর্থ কেবল সেই বাড়ি পুনর্নির্মাণ, তাপ নিরোধক স্থাপন এবং কাঠামোগত উন্নয়নের কাজে ব্যয় করা যাবে।

দ্বীপের বৈশিষ্ট্য

যেসব দ্বীপে এই সুযোগ প্রযোজ্য, সেগুলো মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে অবস্থিত। জোয়ারের সময় প্রতিদিনই এগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপগুলোতে সেতু বা অন্য কোনো সংযোগপথ নেই এবং এগুলো ব্যক্তিমালিকানাধীন নয়। তবে সেখানে স্থায়ীভাবে বসবাস করা যায়।

হালাল পর্যটন

খানসামার ২৫৯ বছরের প্রাচীন নিদর্শন এখন বিলুপ্তির পথে

পর্যটকদের নতুন গন্তব্য ‘সীতার হাওর লেক’

হাইয়া সোফিয়া দর্শনার্থীদের জন্য এআই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে

বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড যেখানে

ষোড়শ শতাব্দীর মথুরাপুর দেউল পড়ে আছে অযত্নে-অবহেলায়

উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আনন্দ ভ্রমণ

পাখির রাজ্য হাকালুকি হাওর

আয়া সোফিয়া মসজিদে প্রথম জুমা

সমুদ্রের আহ্বানে পতেঙ্গা...